ইন্টারমিডিয়েট স্কিল কখন শিখবেন? যখন:
যখন:
- ২-৩ মাসে স্কিল শিখতে চান
- ভালাে কম্পিউটার স্কিল আছে
- আপনি বেশ টেক স্যাভি
- অ্যানালিটিক্যাল স্কিল আছে
ইন্টারমিডিয়েট স্কিল তখন শিখবেন যখন আপনার মনে হবে আপনি শুধু ফ্রিল্যান্সিং এর কাজসমূহ মার্কেটপ্লেসেই নয়, বরং বাইরের ক্লায়েন্টদের জন্যও করবেন। এই স্কিলগুলাে সেক্ষেত্রে সময় নিয়ে শিখতে হবে। ভালো হয় যদি আপনার আগে থেকেই কম্পিউটারের নানা সফটওয়্যার নিয়ে ধারণা থাকে। আপনার অ্যানালিটিক্যাল স্কিলের মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন কাজটি শেখা আপনার প্রজেক্টের জন্য ভালো হবে।
যদি ইন্টারমিডিয়েট স্কিল শিখতে চান তাহলে যেসব স্কিল শিখতে পারেন:
- ডিজিটাল মার্কেটিং (Digital Marketing),
- ডিজাইন (Design),
- ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন (WordPress Customization) ইত্যাদি ।
তবে, ইন্টারমিডিয়েট স্কিলগুলো অনেকগুলো ছোটো ছোটো স্কিল মিলিয়ে তৈরি হওয়ায় একবারেই পুরো স্কিলটা শিখে ফেলা সম্ভব হয় না। যেমন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছু একসাথে শিখতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media marketing), ইমেইল মার্কেটিং (E-mail Marketing), অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing), টেমপ্লেট ডিজাইন (Template Design), মার্কেটিং ক্যাম্পেইন চালানো, ইত্যাদি প্রতিটি স্কিল আলাদা আলাদা করে শিখতে হবে।
No comments