Header Ads

Header ADS

স্টেপ ১: আপনার ডিভাইস সম্পর্কে জানুন


 আপনার ডিভাইস সম্পর্কে জানতে হলে আপনাকে খেয়াল করতে হবে:

  • আপনার কম্পিউটার/ল্যাপটপের মডেল কী?
  • আপনার কম্পিউটারে কোন প্রসেসর ব্যবহার করছেন?
  • অপারেটিং সিস্টেম কোনটি ব্যবহার করছেন?
  • অপারেটিং সিস্টেম কত বিট?
  • কোন কোন মাইক্রোসফট সফটওয়্যারগুলাে ইন্সটল করা আছে?

যদি এই তথ্যগুলো আপনার জানা না থাকে, তবে আপনার কম্পিউটার/ ল্যাপটপের “My Computer” -এ ক্লিক করে “Properties” এ গিয়ে দেখে নিতে পারেন।
আমরা ভাবি, ফ্রিল্যান্সিং এর কাজসমূহ শেখার জন্য অনেক হাই-কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার লাগে। কিন্তু না, আপনার কাছে যেই ল্যাপটপ বা কম্পিউটার আছে, আপনি সেটি দিয়েই শুরু করতে পারবেন। এজন্য আপনাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের উপযোগী স্কিল শিখতে হবে।

যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে চায় তাদের অনেকেরই ইচ্ছে থাকে এমন কোনো স্কিল শেখা যেটা সহজে শেখা যায়। যদি আপনার বেসিক কম্পিউটার স্কিল থাকে এবং এই স্কিল নিয়েই সামনে এগিয়ে যেতে চান, তাহলে কিছু সহজ স্কিল শিখে নেয়া আপনার জন্য ভালো হবে। আবার সময়, সুযোগ, সামর্থ্য থাকলে কিছু বিশেষ স্কিল শিখে নিলে আপনিই বরং এগিয়ে থাকবেন এই প্রতিযোগিতার জগতে।

No comments

Powered by Blogger.